বগুড়ার শেরপুরে বিদ্যুতের তারে জড়িয়ে মমতা বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) সকালে উপজেলার কুসুম্বী ইউনিয়নের বনমরিচা গ্রামে এ ঘটনা ঘটে। মমতা ওই গ্রামের সৌদি প্রবাসী আব্দুল কালাম আজাদের স্ত্রী।
গৃহবধূর স্বজনরা জানান, সকাল ৯ টার দিকে বসতবাড়ির ভেতরে অবস্থিত টিউবওয়েলে থালা-বাসন পরিষ্কারের কাজ করছিলেন মমতা। একপর্যায়ে পানির প্রয়োজন হলে বিদ্যুৎচালিত মোটর চালু করতে যান। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান মমতা।
জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে গৃহবধূর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।