25 C
Dhaka,BD
June 9, 2023
Uttorbongo
রাজশাহী

বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি নয়: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিএনপি পদ্মাসেতু নির্মাণ করতে পারেনি বরং বিরোধিতা করেছে। আওয়ামী লীগ শত বাধার পরও জাতির মর্যাদার প্রতীক পদ্মাসেতু তৈরি করেছে। বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি নয়। সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে চলা একটি দেশের নাম

রোববার (১৭ জুলাই) দুপুরে নিয়ামতপুর বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, মাদকমুক্ত দেশ গড়া এখন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। নতুন প্রজন্মকে মাদকমুক্ত রাখতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতির চর্চা বাড়াতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে দেশে ফুটবলের নবজাগরণ সৃষ্টি করেছেন। এ টুর্নামেন্ট ভালোমানের অনেক ফুটবলার তৈরি করেছে। আজকের শিশুরা আগামীদিনের ভবিষ্যৎ। সুনাগরিক হয়ে তারাই সমৃদ্ধ বাংলাদেশ গড়বে। বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবে রূপ দিবে।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন। পরে খাদ্যমন্ত্রী বিজয়ীদলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

Related posts

সিরাজগঞ্জে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

admin

ঈশ্বরদীতে ৯ দিনে ২০ জন ডেঙ্গু আক্রান্ত

Asha Mony

বগুড়ায় জামায়াতের ১০ নেতাকর্মী গ্রেফতার, ককটেল উদ্ধার

admin