বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় নকল স্বর্ণের মূর্তিসহ ভুট্টু মিয়া (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
শনিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মর্তুজাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। ভুট্টু জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বারোইল মধ্যপাড়া গ্রামের মৃত জয়বুল্লা মন্ডলের ছেলে।
র্যাব-১২ এর বগুড়ার স্কোয়াড কমান্ডার নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভুট্টুকে গ্রেফতার করা হয়। তিনি নকল মূর্তি দিয়ে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন। তাকে দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।