33 C
Dhaka,BD
June 7, 2023
Uttorbongo
বগুড়া রাজশাহী

বগুড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসচালকসহ অন্তত ১০ জন।

শুক্রবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগাব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন নারী (৪০) ও অপরজন পুরুষ (৩৫)। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া কালিয়াকৈর পরিবহনের একটি বাস মহাসড়কের ঘোগাব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা নওগাঁ ট্রাভেলস পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। সেই সঙ্গে উভয় বাসের চালকসহ অন্তত ১০ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাদের বগুড়ায় শজিমেক হাসপাতালে নেওয়া হয়।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম ঘটনার জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করা হয়েছে। এছাড়া হতাহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

Related posts

‘যখনই দেশ-জাতি আক্রান্ত হয়, তখনই ছাত্ররা এগিয়ে আসে’

Asha Mony

বগুড়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Asha Mony

সিরাজগঞ্জে ছাদ থেকে পড়ে কাশ্মীরি ছাত্রীর মৃত্যু

Asha Mony