27 C
Dhaka,BD
May 28, 2023
Uttorbongo
বগুড়া রাজশাহী

প্রথম দিনে ক্যাটল ট্রেনের আয় ৪২ হাজার টাকা

প্রথম দিনে ৪২ হাজার ১২০ টাকা আয় করেছে কোরবানির পশুবাহী ক্যাটল স্পেশাল ট্রেন। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা একে এম নুরুল আলম।

তিনি বলেন, বুধবার চাপাইনবাবগঞ্জ থেকে ১৯টি গরু, পাঁচটি ছাগল; রাজশাহী থেকে পাঁচটি গরু ও ছয়টি ছাগল; বড়াল ব্রিজ স্টেশন থেকে ১৫০টি ছাগল রাজধানীতে নিয়ে যায়। পাঁচটি ওয়াগনের মধ্যে তিনটিতে গরু ও একটিতে ছাগল নিয়ে ভোরে ট্রেনটি রাজধানীতে পৌঁছে।

এ বিষয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. শাহীদুল ইসলাম জানান, যথাসময়ে আজও চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেনটি ছেড়ে যাবে। পথে সব স্টেশন থেকে কোরবানির পশু পরিবহন করা হবে।

ঈদুল আজহায় স্বল্প খরচ ও দ্রুত রাজধানীতে দেশের উত্তরাঞ্চলের পশু পরিবহনের জন্য এ বিশেষ ট্রেনটি চালু করা হয়। ৬-৮ জুলাই ট্রেনে করে পশু পরিবহন করা হবে।

Related posts

বগুড়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

Asha Mony

অ্যানথ্রাক্স শনাক্তে নাটোরে আইইডিসিআরের বিশেষজ্ঞ দল

Asha Mony

আসর থেকে যুবলীগ সভাপতিসহ ১৫ জুয়াড়ি আটক

Asha Mony