প্রথম দিনে ৪২ হাজার ১২০ টাকা আয় করেছে কোরবানির পশুবাহী ক্যাটল স্পেশাল ট্রেন। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা একে এম নুরুল আলম।
তিনি বলেন, বুধবার চাপাইনবাবগঞ্জ থেকে ১৯টি গরু, পাঁচটি ছাগল; রাজশাহী থেকে পাঁচটি গরু ও ছয়টি ছাগল; বড়াল ব্রিজ স্টেশন থেকে ১৫০টি ছাগল রাজধানীতে নিয়ে যায়। পাঁচটি ওয়াগনের মধ্যে তিনটিতে গরু ও একটিতে ছাগল নিয়ে ভোরে ট্রেনটি রাজধানীতে পৌঁছে।
এ বিষয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. শাহীদুল ইসলাম জানান, যথাসময়ে আজও চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেনটি ছেড়ে যাবে। পথে সব স্টেশন থেকে কোরবানির পশু পরিবহন করা হবে।
ঈদুল আজহায় স্বল্প খরচ ও দ্রুত রাজধানীতে দেশের উত্তরাঞ্চলের পশু পরিবহনের জন্য এ বিশেষ ট্রেনটি চালু করা হয়। ৬-৮ জুলাই ট্রেনে করে পশু পরিবহন করা হবে।