19 C
Dhaka,BD
January 29, 2023
Uttorbongo
দেশজুড়ে বগুড়া রাজশাহী

প্রথমবার ইভিএমে ভোট দিয়ে খুশি পিরিঙ্গিনী বালা

বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের নির্বাচনে ৯০ বছর বয়সী শ্রীমতি পিরিঙ্গিনী বালা প্রথমবারের মতো ইভিএমে ভোট দিয়েছেন ৷

বুধবার (১৫ জুন) সুখানপুকুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ডঙর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুত্রবধূর হাত ধরে ভোট দিতে আসেন তিনি।

প্রবীণ এ বৃদ্ধা পিরিঙ্গিনী ভাঙা ভাঙা কণ্ঠে বলেন, ‘মেশিনেত প্রথমবার ভোট দিনু। কম সময় এ ভোট দিয়ে খুবই ভালো লাগলো। এডায় হতো আমার শেষ ভোট।’

গাবতলীর নবগঠিত সুখানপুকুর ইউপিতে প্রথমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বুধবার (১৫ জুন)। এ ইউনিয়নের ১২ কেন্দ্রে ভোট দিচ্ছেন ২০ হাজার ২২৯ ভোটার। পাঁচজন চেয়ারম্যান প্রার্থীসহ সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ১৩, সাধারণ সদস্য ৪৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়াও গাবতলী পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর সামছুল হকের মৃত্যুতে ওয়ার্ডটি শূন্য হয়। এই ওয়ার্ডে একটি কেন্দ্রে ৮টি বুথে ২ হাজার ১৫৪ জন ভোটার রয়েছেন।

Related posts

চাল নিয়ে সিন্ডিকেটের ‘চালবাজি’

Asha Mony

মেয়েদের জমির ভাগ দেওয়ায় বৃদ্ধা মাকে জঙ্গলে ফেলে গেলেন ছেলে

Asha Mony

দিনাজপুরে বৃষ্টির আশায় তিন গ্রামে ইন্দ্র দেবের নগর বিয়ে

admin