33 C
Dhaka,BD
June 7, 2023
Uttorbongo
রাজশাহী

পারিবারিক বিরোধে নাটোরে বাবার হাতে ছেলে খুন

নাটোরের লালপুরে বাবার ধারালো অস্ত্রের আঘাতে ছেলে আব্দুল হাকিমের (৪৫) মৃত্যু হয়েছে। পারিবারিক বিরোধের জেরে বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেল তিনটার দিকে উপজেলার ময়না এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাকিম একই গ্রামের আজিজুর রহমান খলিফার (৬৫) ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় , গত ছয় মাস থেকে ময়না গ্রামের আজিজুর রহমান খলিফার সঙ্গে বড় ছেলে আব্দুল হাকিমের বিরোধ তৈরি হয়। একপর্যায়ে আজিজুর তার ছেলে হাকিমকে বাড়ি থেকে বের করে দেন। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে হাকিমের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কলহের একপর্যায়ে আজিজুর ক্রোধান্বিত হয়ে ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। আব্দুল হাকিমের মরদেহ বর্তমানে লালপুর হাসপাতাল মর্গে রয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে পুলিশ আজিজুর রহমানকে আটকের জন্য অভিযান চালাচ্ছে।

Related posts

সিরাজগঞ্জের তিন স্থানে ১৪৪ ধারা জারি

Asha Mony

এখন প্রকাশ্যে কেউ ধূমপান করে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Asha Mony

ফুটবলার আঁখির বাবার সঙ্গে অসদাচরণ, দুই পুলিশ ক্লোজড

Asha Mony