33 C
Dhaka,BD
June 7, 2023
Uttorbongo
পাবনা রাজশাহী

ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

ঢালারচর-রাজশাহী রেলপথে পাবনার সাঁথিয়ায় ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ৮টার দিকে সাঁথিয়া উপজেলার রঘুরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম তুষার সরদার (২৫)। তিনি পাবনার সুজানগর উপজেলার চরবোয়ালিয়া গ্রামের মৃত ওমর সরদারের ছেলে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মিহির রঞ্জন দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সকাল ৮টার দিকে তুষার সরদার মোটরসাইকেলযোগে নিজ বাড়ি চরবোয়ালিয়া থেকে সাঁথিয়ার উদ্দেশ্যে রওনা দেন। তিনি যখন সাঁথিয়া উপজেলার রঘুরামপুর এলাকায় পৌঁছান তখন রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি আসছিল। তিনি এ সময় রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। রেললাইনে ট্রেনের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিহির রঞ্জন দেব জানান, পরিবারের কোনো দাবি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related posts

সিরাজগঞ্জের মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও নেই যানজট

Asha Mony

পাবনায় ট্রেনে কাটা পড়ে ছিন্নভিন্ন শিশু

Asha Mony

সিরাজগঞ্জের তিন স্থানে ১৪৪ ধারা জারি

Asha Mony