32 C
Dhaka,BD
May 28, 2023
Uttorbongo
পাবনা রাজশাহী

পাবনায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

পাবনার আটঘরিয়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী শারিনা খাতুন (২৮) খুন হয়েছেন। বুধবার (৬ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার মাজপাড়া ইউনিয়নের সোনাকান্দর বটতলা মোড়ে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার মাজপাড়া ইউনিয়নের সোনাকান্দর গ্রামের মৃত আব্দুর রহমানের মেয়ে শারিনা খাতুনের সঙ্গে ৭-৮ বছর আগে পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলার মুলাডুলি গ্রামের রতন আলীর বিয়ে হয়। এক বছর ধরে স্বামী-স্ত্রীর বনিবনা না থাকায় শারিনা খাতুন বাবার বাড়িতে বসবাস করছিলেন। তিনি সোনাকান্দর বটতলা মোড়ে তার বাবার ওষুধের দোকান পরিচালনা করতেন।

বুধবার রাতে মোটরসাইকেলে স্বামী রতন হোসেন আরও দুজনকে নিয়ে শারিনার দোকানে প্রবেশ করেন। তারা শারিনাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। তার চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করেন। এরপর হাসাপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনা জানার পর পুলিশ রাতেই ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করলে বিস্তারিত জানা যাবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Related posts

বগুড়ায় অ্যাম্বুলেন্সের ভাড়া নিয়ে হত্যাকাণ্ড, গ্রেফতার ৩

admin

খায়রুন নাহার-মামুনের দাম্পত্য জীবন সুখের ছিল না: এসপি

Asha Mony

থানা হাজতে ‘অসুস্থ’ হয়ে মৃত্যু ,আটকের পর

admin