পাবনার বেড়া পৌর যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর মোল্লা (৪৮) ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে পৌর এলাকার জয়গুরু চানঘাট জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে।
জাহাঙ্গীর মোল্লা উপজেলার মথুরাবাজার গ্রামের মৃত রিয়াজ মোল্লার ছেলে। তার নামে আরও সাতটি মামলা রয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় জাহাঙ্গীর মোল্লাকে ১৫০ পিস ইয়াবাসহ হাতে নাতে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, ওই ব্যক্তি অনেক দিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য নিজের হেফাজতে রেখে ব্যবসা করতেন। এছাড়া তিনি নিজ এলাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ইয়াবা সরবরাহ করতেন। মাদক আইনে মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।