34 C
Dhaka,BD
May 28, 2023
Uttorbongo
রাজশাহী

পদ্মার তীরে ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেলো স্কুলছাত্রের

রাজশাহীতে বন্ধুদের নিয়ে ফুটবল খেলতে গিয়ে পদ্মা নদীতে নিখোঁজ দশম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী পুলিশ সুপারের বাসভবনের বিপরীতে শ্রীরামপুর এলাকার পদ্মা নদী থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম এরফান (১৬)। সে রাজশাহী মহানগরীর বিনোদপুর এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ বলেন, বৃহস্পতিবার সকালে বন্ধুদের নিয়ে মহানগরের টি-বাঁধ সংলগ্ন নদীর তীরে ফুটবল খেলতে গিয়েছিল এরফান। একপর্যায়ে বলটি নদীতে পড়ে গেলে সে তুলতে যায়। এরপর সে তীরে ফিরে না আসতে পেরে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা সদর দমকল বাহিনীকে ফোন দেয়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে নদীতে নেমে অনেক খোঁজাখুঁজির পর দুপুর সাড়ে ১২টার দিকে এরফানের মরদেহ উদ্ধার করেন।

পরে মরদেহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এদিকে, শিক্ষার্থী এরফানের মৃত্যুতে তার পরিবার, সহপাঠী ও স্থানীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Related posts

হংকং গেলো চাঁপাইনবাবগঞ্জের আম

Asha Mony

সড়ক উন্নয়ন কাজে নিয়োজিত ট্রাকচাপায় সাংবাদিক নিহত

Asha Mony

জন্মদিনে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, মরদেহ নিয়ে বিক্ষোভ

Asha Mony