25 C
Dhaka,BD
June 9, 2023
Uttorbongo
নওগাঁ রাজশাহী

নওগাঁয় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন, আটক ২

নওগাঁর মান্দায় তুচ্ছ ঘটনায় আতিকুর রহমান (৩৫) নামের এক যুবক প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার দেলুয়াবাড়ি বাজারে মুরগিপট্টিতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মেহেদী হাসান পাইলট (৩০) ও রায়হান (৩০) নামের দু যুবককে আটক করেছে পুলিশ।

নিহত আতিকুর রহমান উপজেলার কুশুম্বা ইউনিয়নের গোবিন্দপুর বালকা পাড়া গ্রামের মোজাহার আলীর ছেলে। গুরুতর আহত আইনুলকে (৪৫) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার দেলুয়াবাড়ি বাজারের সামনে দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মোটরসাইকেল চালককে দেলুয়াবাড়ি বাজারের কয়েকজন মারধর করেন। এসময় গোবিন্দপুর বালকা পাড়া গ্রামের রুবেল বাধা দিলে তাকেও মারধর করেন স্থানীয়রা।

ওই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাত ৮টার দিকে দেলুয়াবাড়ি বাজারের মুরগিপট্টি এলাকার কয়েকজন যুবক সংঘবদ্ধ হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় পেটে ছুরির আঘাতে আতিকুর রহমান গুরুতর আহত হন। এসময় তাকে বাঁচাতে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আইনুল হক, বালকাপাড়া গ্রামের জিল্লুর রহমান ও আনোয়ার হোসেন জখম হয়।

পরে আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আতিকুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত আইনুলের (৪৫) অবস্তা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

Related posts

সাঁথিয়ায় ট্রেনের ধাক্কায় গৃহবধূ নিহত

Asha Mony

স্টেশনে দাঁড়িয়ে খুঁজছিলেন ক্রেতা, ট্রেনের টিকিটসহ আটক যুবক

Asha Mony

কাঁচামরিচের কেজি ২২০, স্থির নেই পেঁয়াজ-রসুনের দাম

Asha Mony