33 C
Dhaka,BD
June 6, 2023
Uttorbongo
পাবনা রাজশাহী

দোকানের দেওয়াল ভেঙে স্বর্ণালঙ্কার চুরি

পাবনার ঈশ্বরদীতে দোকানের দেওয়াল ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে। রবিবার (৮ আগস্ট) দিনগত রাতে নতুনহাট মোড়ের মোল্লা জুয়েলার্সের চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী দোকান মালিক আশরাফুল ইসলাম মারুফ মোল্লা বলেন, ‘সকাল ৯টায় দোকান খুলে ভেতরে ঢুকে দেখি স্বর্ণালঙ্কার চুরি হয়ে গেছে। দোকানের পেছনের ওয়াল ও দুটি দরজার তালা লাগানোর স্টিলের পাত ভাঙা। দোকানের স্টিলের সিন্দুক ও ডিসপ্লে করে রাখা সাত ভরি স্বর্ণ, ৩০০ ভরি রুপা ও নগদ ৩২ হাজার টাকা চুরি হয়েছে।’

ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জাগো নিউজকে বলেন, দোকানের পেছনের ওয়াল ভেঙে ও দুটি স্টিলের দরজার তালা লাগানোর লকের পাত ভেঙে চুরির ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে একাধিক চোর জড়িত বলে ধারণা করা হচ্ছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Related posts

পুঠিয়া মেয়রের বিরুদ্ধে এবার কলেজছাত্রীর ধর্ষণ মামলা

Asha Mony

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ উত্তীর্ণদের লিখিত ও ব্যবহারিক পরীক্ষার তারিখ ঘোষণা

admin

সিরাজগঞ্জে আড়াই কেজি হেরোইনসহ আটক ৩

Asha Mony