ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নাটোরের বড়াইগ্রামের হাফিজুর রহমান (২৫ সেপ্টেম্বর) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার জোনাইল চৌমুহান গ্রামের মৃত শাহাদাৎ হোসেনের ছেলে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরিবারসূত্রে জানা গেছে, হাফিজুর ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি তেজগাঁওয়ের তেজকুনিপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন।
ঢাকায় থাকা অবস্থায় গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেল থেকে জ্বরে ভুগছিলেন। পরদিন ১৭ সেপ্টেম্বর নমুনা পরীক্ষায় তার ডেঙ্গু পজিটিভ আসে। এরপর তাকে প্রথমে বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়।
পরে অবস্থার অবনতি হলে পপুলার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। আজ শুক্রবার ভোরে হাফিজুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বড়াইগ্রামের জোনাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।