33 C
Dhaka,BD
June 7, 2023
Uttorbongo
রাজশাহী

ঠিকানাহীন মানুষের জন্য ব্যারাক হাউজ হস্তান্তর করলো সেনাবাহিনী

নাটোরের গুরুদাসপুরে ঠিকানাহীন মানুষের পুনর্বাসনের জন্য বৃ-চাপিলা আশ্রয়ণ-২ প্রকল্পের ২২টি ব্যারাক হাউজ হস্তান্তর করেছে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন।

এ উপলক্ষে সোমবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় বৃ-চাপিলার ওই ব্যারাক হাউজ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল কুদ্দুস এমপি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্যাপ্টেন রাফিদ সাদমান আজাদ, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন ভুট্টু প্রমুখ।

অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান, মেম্বার আব্দুল হান্নানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ৫ একর ৩৪ শতাংশ জমির ওপর নির্মিত ২২টি ব্যারাক হাউজের চাবি উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন রাফিদ সাদমান আজাদ।

ওই ব্যারাক হাউজে ঠিকানাহীন অসহায় ১১০টি পরিবারের পুনর্বাসন হবে।

Related posts

ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে পদ্মাপাড়ের জেলেদের

Asha Mony

কালাইয়ে ট্রাকের ধাক্কায় দাদা-নাতি নিহত

Asha Mony

কীটনাশক পানে স্ত্রীর মৃত্যু, ১২ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও

Asha Mony