পাবনায় ট্রাকচাপায় রজব আলী (১৭) নামের মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে।
শুক্রবার (১২ আগস্ট) দুপুরে পাবনা সদর উপজেলার মজিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রজব আলী পাবনা সদর উপজেলার মজিদপুর গ্রামের আসলাম হোসেনের ছেলে। সে এবার টেবুনিয়া ওয়াছিম পাঠশালা থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, রজব আলী মোটরসাইকেলযোগে পাবনা শহরের অদূরে গাছপাড়া থেকে টেবুনিয়ার দিকে যাচ্ছিল। পথে পাবনা-রাজশাহী মহাসড়কের মজিদপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রজব আলীর মৃত্যু হয়।
পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আশীষ কুমার স্যানাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছ্নে।
তিনি বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। পরিবারের কোনো দাবি ও আপত্তি না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।