33 C
Dhaka,BD
June 7, 2023
Uttorbongo
রাজশাহী সিরাজগঞ্জ

জঙ্গলে পড়েছিল গৃহবধূর মরদেহ

সিরাজগঞ্জের তাড়াশে বাড়ির পাশের জঙ্গল থেকে ইয়ারজান খাতুন (৫৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ জুলাই) বিকেল ৩টার দিকে তাড়াশ পৌর সদরের ভাদাস গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয় ।

ইয়ারজান খাতুন তাড়াশ সদরের ভাদাস গ্রামের মৃত জয়নাল আবেদীন ওরফে জয়েনের স্ত্রী ।

পুলিশ সূত্রে জানা যায়, ইয়ারজান খাতুন সকালে পার্শ্ববর্তী আড়ংগাইল গ্রামে তার মেয়ের বাড়ি থেকে ভাদাস মহল্লার নিজ বাড়িতে আসেন। বিকেল ৩টার দিকে বাড়ির পাশে পুকুর পাড়ের জঙ্গলের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Related posts

বগুড়ায় ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত

Asha Mony

সিরাজগঞ্জের মহাসড়কে ১৬ কিমি থেমে থেমে চলছে গাড়ি

Asha Mony

অফিসে আসা নিয়ে লাইভ করায় রাজশাহীতে দুই সাংবাদিকের ওপর হামলা

Asha Mony