33 C
Dhaka,BD
June 6, 2023
Uttorbongo
চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী

গায়ে হলুদ থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় কনেসহ আহত ৬

চাঁপাইনবাবগঞ্জে গায়ে হলুদের অনুষ্ঠান থেকে ফেরার পথে অটোরিকশার সঙ্গে ট্রাকের ধাক্কায় কনেসহ ছয়জন আহত হয়েছেন।

সোমবার (৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ঘুঘুডিমা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পলশা গ্রামের এক আত্মীয়ের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে অটোরিকশাটি ঘুঘুডিমা মোড় পার হলে বিপরীত দিক থেকে আসা রহনপুর-নবাবগঞ্জগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন অটোরিকশার যাত্রীরা। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। আহত নারীদের সবার গায়ে হলুদের শাড়ি ছিল।

আগামী শুক্রবার বিয়ে হওয়ার কথা রয়েছে বলে বলে জানায় কনের পরিবার। কিন্তু তার আগেই এই দুর্ঘটনা ঘটলো।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বেশিরভাগরই সামান্য ইনজুরি হয়েছে।

Related posts

শোকের মাসে ৩০০ অসহায়কে খাওয়ালেন সাবেক ছাত্রলীগ নেতা

Asha Mony

মেলেনি ট্রেনের টিকিট, অবসরপ্রাপ্ত শিক্ষকের আবেগঘন চিঠি

Asha Mony

ভর্তিচ্ছুদের হোটেলে রাখতে গিয়ে ছিনতাইয়ের কবলে রাবি শিক্ষার্থী

Asha Mony