চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২৭টি ককটেলসহ তোতা মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (২০ জুলাই) বিকেলে উপজেলার বাটার মফিজ মোড় এলাকার সোলায়মান মাস্টারের আম বাগানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তোতা মিয়া উপজেলার গোলাপ বাজার এলাকার বিনানগর এলাকার আবুল হোসেনের ছেলে। বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৫, রাজশাহী সদরের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এ,কে,এম এনামুল করিম ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার জয় কুমার সরকার।