জয়পুরহাটের কালাইয়ে ট্রাকে ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানে থাকা দাদা-নাতি নিহত হয়েছেন। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পাঁচশিরা মোলামগাড়ি সড়কের মহিরোম গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- কালাই উপজেলার পুনট ইউনিয়নের শিকটা উত্তরপাড়া গ্রামের নজরুল ইসলাম (৬৫) ও তার নাতি একই গ্রামের মাহমুদুল হোসেনের ছেলে শাকিব হোসেন (৫)।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুদ্দীন জানান, সন্ধ্যায় ব্যাটারিচালিত একটি অটোভ্যানযোগে বাড়ি ফিরছিলেন দাদা-নাতি। পথে উপজেলার মহিরোম এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানে থাকা দাদা-নাতি নিহত হন।
দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা গেলেও চালক-সহকারী পালিয়ে যান। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।