33 C
Dhaka,BD
June 7, 2023
Uttorbongo
রাজশাহী সিরাজগঞ্জ

এক পাতা ট্যাবলেটের দাম ৩ টাকা বেশি রাখায় ৮ হাজার জরিমানা

সিরাজগঞ্জে নাপা ট্যাবলেট আগের দামে ক্রয় করে প্রতি পাতায় তিন টাকা বেশি রাখার দায়ে আট হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২০ জুলাই) দুপুরে বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতি বাজারে অভিযান চালিয়ে নবীন মেডিকেল স্টোরকে এ জরিমানা করা হয়।

এছাড়া কেয়া কনফেকশনারি, মোল্লা সুইটস ও বেলকুচি দধি ভান্ডারকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতি বাজারের একটি ফার্মেসিতে অভিযান চালানো হয়। সেখানে প্রতি পাতা নাপা ট্যাবলেটের দাম তিন টাকা বেশি রাখায় আট হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Related posts

একই জায়গায় আওয়ামী লীগ-বিএনপির সমাবেশ, ১৪৪ ধারা জারি

Asha Mony

হাসপাতালের মেঝেতে বীর মুক্তিযোদ্ধার চিকিৎসা, সমালোচনার ঝড়

Asha Mony

মাইক্রোবাস থেকে ৮৫০ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

Asha Mony