পাবনার ঈশ্বরদীতে ভটভটি উল্টে সুলতান আলী ((৬২) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে সাত ব্যবসায়ী আহত হয়েছেন।
শনিবার (৩০ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের লালনশাহ সেতুর টোল প্লাজার সামনে গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলতান আলী রাজশাহী জেলার বাগমারা উপজেলার নরদাস গ্রামের মকসেদ আলীর ছেলে।
পাকশী হাইওয়ে পুলিশ জানায়, রাজশাহীর বাগমারা থেকে ব্যবসায়ীরা গরু কিনতে ভটভটিযোগে কুষ্টিয়ার ভেড়ামারায় যাচ্ছিলেন। পথে ভটভটি উল্টে সুলতান আলী ঘটনাস্থলেই মারা যান। আহত হন সাতজন।
পাকশী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, নিহত সুলতান আলীর মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।