পাবনার ঈশ্বরদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন আট শিশুকে হুইলচেয়ার দেওয়া হয়েছে। সোমবার (১৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলা চত্বরে এ হুইল চেয়ার দেওয়া হয়।
প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান। বিশেষ অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি এম ইমরুল কায়েস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাম খান, উপজেলা শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান, সহকারী শিক্ষা কর্মকর্তা ফারহানা খান, গোলাম মোস্তফা, জহুরুল ইসলাম, আসলাম হোসেন প্রমুখ।
এছাড়া বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
বিশেষ চাহিদা সম্পন্ন শাহিন হোসেনের বাবা আজিবর মন্ডল বলেন, ‘আমি দিনমজুর। ধানের চাতালে কাজ করি। আমার সন্তানকে ওর মা কোলে করে স্কুলে নিয়ে যায়। অভাবের সংসারে হুইলচেয়ার কেনা অসম্ভব ছিল। হুইল চেয়ার পাওয়ায় আমার সন্তান স্বাচ্ছন্দ্যে স্কুলে যেতে পারবে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ চাহিদা সম্পন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য হুইল চেয়ার উপহার দিচ্ছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ কার্যক্রম বাস্তবায়ন করছে।’