মূল্য তালিকা না টাঙানো ও ইচ্ছামতো দামে ডিম ও মুরগি বিক্রির অপরাধে রাজশাহীর চার ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার (১৯ আগস্ট) সকালে নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ।
তিনি বলেন, মূল্যতালিকা না টাঙিয়ে মুরগি ও ডিমের দাম বেশি চাওয়ায় চার ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের মধ্যে- নগরীর হড়গ্রাম বাজারের রবিউল মুরগি ঘরকে ১০ হাজার, কোর্ট বাজার এলাকার পিয়ারুল মুরগি ঘরকে এক হাজার ও নগরীর হড়গ্রাম বাজারের তাসু স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে ৩৮-৪০ টাকা হালির ডিম ৪৮ টাকা হালি বিক্রির অপরাধে নগরীর ভানুর মোড় এলাকার রাজা স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।