25 C
Dhaka,BD
May 28, 2023
Uttorbongo
দিনাজপুর রংপুর

হিলি স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

ঈদে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা আট দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে চেকপোস্ট দিয়ে দু’ দেশের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

সোমবার (৪ জুলাই) সকালে বন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদুল আজহার কারণে ৯-১৪ জুলাই ছয় দিন হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া ৮ ও ১৫ জুলাই শুক্রবার হওয়ায় বন্দরের পণ্য আমদানির কার্যক্রম বন্ধ থাকবে। ১৬ জুলাই থেকে বন্দর দিয়ে ফের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বদিউজ্জামান জাগো নিউজকে বলেন, বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও যাত্রী পারাপার চলবে।

Related posts

তীর ঘেঁষে দৌড়ানোর সময় নদীতে পড়ে শিশু নিখোঁজ

Asha Mony

ট্রাকচাপায় প্রাণ গেলো বৃদ্ধার

Asha Mony

বিশ্বজিৎ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি আলাউদ্দিন কারাগারে

Asha Mony