লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ১৯০০ পিস ইয়াবা ও ৩ লাখ ২৯ হাজার ১৯০ টাকাসহ আলতাফ হোসেন (৩২) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতার আলতাফ ভারতের কুচবিহার জেলার শীতলকুচি থানার গোলনাহাটি গ্রামের জলিম উদ্দিন মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৬ আগস্ট) রাতে হাতীবান্ধা উপজেলার সীমান্তবর্তী সিঙ্গিমারী ইউনিয়নের পকেট এলাকায় অভিযান চালায় পুলিশ। ভারতীয় নাগরিক আলতাফ পালানোর সময় আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৯০০ পিস ইয়াবা ও তিন লাখ ২৯ হাজার এ১৯০ টাকা পাওয়া যায়।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম আলম বলেন, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ, ইয়াবা ও বাংলাদেশি টাকা রাখার দায়ে ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।