গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাথরবোঝাই ট্রাক সড়কের পাশের খাদে পড়ে চালক মজনু মিয়া (৫০) নিহত হয়েছেন। বুধবার (১০ আগস্ট) গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের বাগদা ফার্ম এলাকায় এ ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফ আনোয়ার জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি পাথরবোঝাই ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। পথে চালক মজনু মিয়া সহযোগীকে গাড়ি চালাতে দিয়ে পাথরের ওপর ঘুমিয়ে পড়েন। ট্রাকটি বাগদা ফার্ম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এসময় চালক মজনু মিয়া গাড়িতে থাকা পাথরের নিচে পড়ে মারা যান।