গাইবান্ধার সুন্দরগঞ্জে গরু গোসলের জন্য মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোজাহারুল ইসলাম (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার চর রামডাকুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মোজাহারুল ইসলাম ওই গ্রামের আব্দুল শেখের ছেলে।
স্থানীয় বেলকা ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্যাহ জানান, প্রচণ্ড গরমে দুপুরে মোজাহারুল নিজের গরুকে গোসল করার জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে যান। এসময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে মাটিতে পড়ে যায়। পরে বাড়ির লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।