32 C
Dhaka,BD
May 28, 2023
Uttorbongo
গাইবান্ধা রংপুর

সিলগালা ইটভাটা ফের চালু করায় দুই ম্যানেজারের কারাদণ্ড

গাইবান্ধার সাঘাটা উপজেলায় সিলগালা করা ইটভাটা ফের চালু করার দায়ে দুই ম্যানেজারের একবছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার মতরপাড়া এলাকার এমবি ব্রিকস নামের ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন। এ সময় বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্তরা হলেন- সাঘাটা উপজেলার জাদুরতেইর গ্রামের আব্দুল মতিন মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩৮) এবং একই উপজেলার বোনারপাড়া গ্রামের ভীম কুমার সরকারের ছেলে জীবন কুমার সরকার (২৭)। তারা দুইজন ওই ভাটায় ম্যানেজার হিসেবে কাজ করেন।

ইউএনও সরদার মোস্তফা শাহিন জাগো নিউজকে বলেন, এমবি ব্রিকস ইটভাটার কোনো বৈধ কাগজপত্র না থাকায় প্রায় ১৫ দিন আগে সিলগালা করা হয়। এরপরও ফের ইটভাটা চালু করা হয়। খবর পেয়ে অভিযান চালিয়ে ভাটার দুই ম্যানেজারের এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাদের ১ লাখ টাকা জরিমানা করা হয়।

Related posts

৫ বছরেও হয়নি সংস্কার, কাঠের সাঁকো দিয়ে সেতু পারাপার

Asha Mony

মেয়ের বাল্যবিয়ে দিয়ে কারাগারে ইউপি সদস্য

admin

কুড়িগ্রামে রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণের অভিযোগ

Asha Mony