27 C
Dhaka,BD
May 28, 2023
Uttorbongo
রংপুর লালমনিরহাট

লালমনিরহাটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে আব্দুল সালাম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে উপজেলার চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিশু আব্দুল সালাম ওই এলাকার বাবুল মিয়ার ছেলে।

নিহত শিশুর পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সকালে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল আব্দুল সালাম। এক পর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। দীর্ঘ সময় বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশু আব্দুল সালামের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাদের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়।

চলবলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান মিজু শিশু আব্দুল সালামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, বিষয়টি ইউপি চেয়ারম্যানের মাধ্যমে জানতে পেরেছি। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related posts

ইউরিয়া ও ডিজেলের দাম বাড়ায় দুশ্চিন্তায় কুড়িগ্রামের কৃষক

Asha Mony

‘ফুলবাড়ী থেকে এশিয়া এনার্জির অফিস না সরালে বৃহত্তর আন্দোলন’

admin

৮ দিন পর হিলি দিয়ে আমদানি-রপ্তানি শুরু

Asha Mony