34 C
Dhaka,BD
May 28, 2023
Uttorbongo
রংপুর

রংপুরে বেড়েছে খোলা সয়াবিনের দাম

সপ্তাহের ব্যবধানে রংপুরে খোলা সযাবিন তেলের দাম বেড়েছে। সেই সঙ্গে দাম বেড়েছে মুরগি, ডিমসহ কিছু সবজির। এছাড়া বাড়তির তালিকায় যুক্ত হয়েছে চাল, আটা ও ময়দা।

মঙ্গলবার (১৬ আগস্ট) রংপুর নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন তেল ১৮৫ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯১০ টাকায় বিক্রি হলেও খোলা সযাবিন তেল ১৭০-১৮০ টাকা থেকে বেড়ে ১৮০-২০০ টাকায় বিক্রি হচ্ছে।

টার্মিনাল বাজারের তেল বিক্রেতা আহসান হাবীব বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় পাল্লা দিয়ে খোলা সয়াবিন তেলের দামও বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা বেশি দামে তেল কিনছি। প্রতি লিটারে ২-৩ টাকা লাভ হিসেবে বিক্রি করছি।

বাজারে দেখা যায়, খুচরা পর্যায়ে প্রতিকেজি টমেটো গত সপ্তাহের তুলনায় ১০ টাকা বেড়ে ১৪০-১৫০, করলা ৫-১০ টাকা বেড়ে ৭০-৮০, শসা আগের মতোই ৪৫-৫০, চিকন বেগুন ৫-১০ টাকা বেড়ে ৪০-৫০, গোল বেগুন ৫-১০ টাকা বেড়ে ৫৫-৬০, কাঁচা মরিচ ১৯০-২০০, লাউ প্রতিপিস ৩০-৪০, কাঁচা কলা হালি ২৫-৩০, ঢেঁড়শ ৪০-৪৫, বরবটি ৪০-৪৫, পটল ৫-১০ টাকা কমে ৩০-৩৫, চালকুমড়া আকারভেদে দাম বেড়ে ৩৫-৪০, ঝিংগে ৩৫-৪০ এবং কাঁকরোল ৩০-৩৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে নতুন এসেছে বাঁধাকপি। বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে।

খুচরা পর্যায়ে ব্রয়লার মুরগির ডিমের হালি ৫-৭ টাকা বেড়ে ৪৮-৫০, দেশি পেঁয়াজের দাম বেড়ে ৪৫-৫০ এবং আমদানিকৃত ভারতীয় পেঁয়াজ আগের দামে ৩৫-৪০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে কার্ডিনাল আলু গত সপ্তাহের মতো ২৩-২৫ ও শিল আলু ৩৫-৩৮ এবং ঝাউ আলু ৩৫ টাকায় পাওয়া যাচ্ছে।

মুলাটোল আমতলা বাজারের সবজি বিক্রেতা শাহীন বলেন, সপ্তাহের ব্যবধানে ফের কিছু সবজির দাম বেড়েছে। পরিবহন খরচ বেড়ে যাওয়া এবং কিছু সবজির উৎপাদন কমে যাওয়ায় দামে প্রভাব পড়ছে।

বাজার ঘুরে দেখা যায়, প্রায় সব ধরনের মুরগির দাম বেড়েছে। গত সপ্তাহে ব্রয়লার মুরগি ১৬০-১৭০ টাকা বিক্রি হলেও আজ তা ২০০-২১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া পাকিস্তানি মুরগি ২৬০-২৭০ টাকা থেকে বেড়ে ৩০০, পাকিস্তানি লেয়ার ২৭০-২৮০ টাকা এবং দেশি মুরগি ৪২০-৪৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

তবে গরুর মাংস ৬৫০-৭০০ এবং খাসির মাংস ৮০০-৯০০ টাকায় কেজি বিক্রি হচ্ছে।

সিটি বাজারের মুরগি বিক্রেতা নজরুল ইসলাম বলেন, বাজারে সব ধরনের পণ্যের দাম বেড়েছে। সেই তালিকায় আছে মুরগির খাবারও। ফলে মুরগির দামও বাড়তে শুরু করেছে। এছাড়া সিন্ডিকেটের কারণেও বাড়ছে ডিম ও মরুগির দাম।

এদিকে, খোলা চিনি ৫-৭ টাকা থেকে বেড়ে ৯২-৯৫ এবং প্যাকেট চিনি ৯০ টাকায় বিক্রি হচ্ছে। প্যাকেট আটা ৩-৫ টাকা বেড়ে ৫৩-৫৫ ও খোলা আটা ৪০-৪৫ টাকার পরিবর্তে ৫০-৫২ এবং ময়দা ৬৮-৭৫ টাকায় বিক্রি হচ্ছে।

সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে স্বর্ণা (মোটা) চালের দাম গত সপ্তাহের মতোই ৫৪-৫৫, বিআর-২৮, ৬০-৬৫, মিনিকেট ৭২-৭৫ এবং নাজিরশাইল ৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

Related posts

তিস্তার পানি কমলেও বেড়েছে ভাঙন

Asha Mony

ফেনসিডিল বহনকারী প্রাইভেটকারে জনতার আগুন

Asha Mony

ফুলবাড়ীতে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

Asha Mony