33 C
Dhaka,BD
June 6, 2023
Uttorbongo
রংপুর

রংপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ নিহত ২

রংপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীসহ দুইজন নিহত হয়েছেন। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে যায়। এতে আহত হয়েছেন অন্তত ১২ বাসযাত্রী।

বুধবার (২০ জুলাই) সন্ধ্যায় রংপুর-সৈয়দপুর মহাসড়কের পাগলাপীর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেল চালক হেলাল সরকার (৩৯) এবং বাসযাত্রী জিয়াউর রহমান (৩৮)।

হেলাল সরকার তারাগঞ্জের হারিয়ালকুটি এবং জিয়াউর রহমান একই উপজেলার তাহিরিপাড়ার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রংপুর থেকে সৈয়দপুরগামী বাসটি পাগলাপীরের পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খাদে পড়ার আগে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক হেলাল সরকার নিহত হন এবং তার বড় ভাই বেলাল সরকার গুরুতর আহত হন। এসময় জিয়াউর রহমান নামে এক বাসযাত্রী নিহত হয়েছেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। গুরুতর আহত বাসের ১২ যাত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ বলেন, বাসচালক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। বাস ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

Related posts

বড়পুকুরিয়ায় পুরোদমে কয়লা উত্তোলন শুরু

Asha Mony

দিনাজপুরে কিশোরকে পিলারে বেঁধে নির্যাতন, আটক ২

Asha Mony

কুড়িগ্রামে রডে টনপ্রতি দাম বেড়েছে ৪ হাজার, সিমেন্টের বস্তা ৫৮০

Asha Mony