32 C
Dhaka,BD
May 28, 2023
Uttorbongo
রংপুর

রংপুরে আবাসিক ২ ছাত্রকে বলাৎকার, শিক্ষক গ্রেফতার

রংপুরের কাউনিয়ায় দুই আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে আমির হামজা (৪০) নামের এক মাদরাসাশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩ জুলাই) রাতে উপজেলার মীরবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আমির হামজা উপজেলার সোনাতন গ্রামের মৃত ইসমাইল মণ্ডলের ছেলে। তিনি ওই গ্রামের উম্মে হানি মডেল মাদরাসার আবাসিক শিক্ষক।

অভিযোগ সূত্রে জানা গেছে, আমির হামজা দীর্ঘদিন ধরে মাদরাসার শিক্ষার্থীদের বলাৎকার করে আসছিলেন। ঘটনার দিন ২১ জুন রাত ২টার দিকে ওই মাদরাসার দুই আবাসিক ছাত্র ঘুমিয়ে থাকা অবস্থায় বলাৎকার করেন আমির হামজা। পরে ভোরের দিকে দুই শিক্ষার্থী সেখান থেকে পালিয়ে বাড়িতে গিয়ে বিষয়টি স্বজনদের জানান।

এ অভিযোগে ভুক্তভোগী এক ছাত্রের বড় ভাই আমির হামজাকে আসামি করে মামলা দায়ের করেন।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সার্কেল) আশরাফুল আলম পলাশ জানান, রোববার রাত সোয়া ৮টার দিকে অভিযুক্তকে মীরবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।

Related posts

আরও একজনের মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ২৫

admin

সন্তানের পিতৃ পরিচয় দাবিতে অনশনে নারী

Asha Mony

এলাকাভিত্তিক লোডশেডিং প্রথমদিনই মানা হচ্ছে না

admin