25 C
Dhaka,BD
May 28, 2023
Uttorbongo
গাইবান্ধা রংপুর

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেলো কিশোরের

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তামিম ইসলাম (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে।

কিশোর তামিম ইসলাম রাজনগর গ্রামের সুজা মিয়ার ছোট ছেলে।

বেতকাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাক বজ্রপাতে কিশোর নিহত হওয়ার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, দুপুরে হালকা বৃষ্টি হয়। বৃষ্টির পর আকাশ মেঘাচ্ছন্ন ছিল। এ অবস্থায় বাড়ির পাশেই একটি জমিতে মাছ ধরছিল তামিম। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সে জমিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তামিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Related posts

অটোরিকশাকে চাপা দিয়ে দোকানে বাস, চালক নিহত

Asha Mony

শিক্ষক আছে শিক্ষার্থী নেই!

Asha Mony

আরও একজনের মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ২৫

admin