কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় নিখোঁজের পরদিনে হোসেন আলী (৮০) নামের এক ভিক্ষুকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার খামার আন্ধারীঝাড় এলাকার একটি পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। হোসেন আলী নাগেশ্বরী উপজেলার আশ্রনগর শিংরিয়ারপাড় গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার হোসেন আলী ভিক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাত গভীর হলেও বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। পরদিন সোমবার সকাল ১০টায় ভূরুঙ্গামারী উপজেলার খামার আন্ধারীর ঝাড় গ্রামের একটি পুকুরে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে স্বজনদের কাছে হস্তান্তর করে।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জাগো নিউজকে বলেন, পারিবারিকভাবে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।