কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে পড়ে নিখোঁজ শিশু ইতি খাতুনের (১২) মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ১০টায় ব্রহ্মপুত্র নদের সরকারপাড়া এলাকায় ইতির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তা উদ্ধার করে দুপুরে দাফন করা হয়।
শিশু ইতি খাতুন উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ছয়ানী পাড়া গ্রামের মো. এরশাদ আলী মেয়ে।
বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান খন্দকার এরশাদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, তিন বন্ধুসহ ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে দৌড়াতে গিয়ে পা পিছলে পানিতে ডুবে যায় ইতি খাতুন। এ সময় সঙ্গে থাকা শিশুরা চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে অনেক খোঁজাখুঁজি করেন। পরে স্থানীয়রা উলিপুর ফায়ার সার্ভিসে খবর দেন। উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান চালান। তারাও ব্যর্থ হলে রংপুরের ডুবুরি দলকে খবর দেওয়া হয়।
তারা এসে রাত সাড়ে ৯টা পর্যন্ত চেষ্টা করে শিশুটিকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে ফিরে যান। মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দক্ষিণে সরকার পাড়া এলাকায় শিশুটির মরদেহ ভাসতে দেখে স্বজনদের খবর দেন এলাকাবাসী। পরে মরদেহ উদ্ধার করেন স্বজনরা।
শিশু ইতি খাতুন কিসামত ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।