দিনাজপুরের বিরামপুরে মাদক কেনা বেচার সময় বাবা ও দুই ছেলেসহ ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ জুলাই) সকালে তাদের কারাগারে পাঠানো হয়।
এর আগে মঙ্গলবার গভীর রাতে পৌর শহরের চকপাড়া এলাকার মকছেদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- ওই এলাকার মকছেদ আলীর ছেলে ইকবাল হোসেন চৌধুরী (৬০) তার দুই ছেলে রেজুয়ান হোসেন (৪০) ও রকি হোসেন (২১)। এছাড়াও একই গ্রামের মাবুদ মিয়ার ছেলে ইলিয়াস আলী (৩৩), তৈয়বপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (৩৪) এবং কল্যাণপুর গ্রামের বাবুল হোসেন সরকারের ছেলে তুহিন হোসেন সরকার (২৫)।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সুমন কুমার মহন্ত জানান, রাতে ইকবালের বাড়িতে মাদক কেনাবেচার খবর পেয়ে অভিযানে যাই। এসময় এক হাজার ৫১৬টি ইয়াবা ও ৪৬ গ্রাম হেরোইনসহ ছয়জনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, ইকবাল হোসেন চৌধুরী ও তার ছেলেরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। ইকবালের নামে মাদকের আটটি মামলা রয়েছে।