36 C
Dhaka,BD
June 6, 2023
Uttorbongo
কুড়িগ্রাম রংপুর

ফুলবাড়ীতে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ দুইজনকে আটক করেছে রংপুর র‌্যাব-১৩।

বুধবার (৩ আগস্ট) রাতে ফুলবাড়ী থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের আফজাল হোসেনের ছেলে মামুন পোদ্দার (২২) ও একই ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের নুর মোহাম্মদের ছেলে ও ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন (২৫)।

পুলিশ জানায়, বুধবার বিকালে র‌্যাব-১৩ ব্যাটালিয়নের একটি বিশেষ টিম উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নজরমামুদ এলাকার দক্ষিণ নজরমামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দুই মাদক চোরাকারবারীকে হাতেনাতে আটক করে। এসময় তাদের তল্লাশি করে ১৯৪ ইয়াবা জব্দ করা হয়। পরে ফুলবাড়ী থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, গ্রেফতার দু’জনকে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Related posts

ইউএনও ওয়াহিদা হত্যাচেষ্টার রায় ৩ মাসের মধ্যে

Asha Mony

স্কুলকক্ষে পাটের গুদাম বানিয়েছেন প্রধান শিক্ষক!

Asha Mony

প্রথমবারের মতো ভারত থেকে আমদানি হলো আতাফল

Asha Mony