কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিখোঁজের একদিন পর পাটক্ষেত থেকে আব্দুর রাজ্জাক (৩৫) নামের এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের পূর্ব রাবাইতারী এলাকার পাটক্ষেতে স্থানীয়রা একটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। নিহত আব্দুর রাজ্জাক উপজেলার বড়ভিটা ইউনিয়নের নওদাবশ গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়িতে ফেরেননি আব্দুর রাজ্জাক। তার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার এলাকায় মাইকিং করা হয়েছে। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে পাটক্ষেতে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জাগো নিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।