পঞ্চগড়ের বোদায় পুকুরে ডুবে মেরাজ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের পাথরাজ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মেরাজ বোদা পৌরসভার সর্দারপাড়া এলাকার সুলতান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঈদ উপলক্ষে মঙ্গলবার মেরাজ তার মায়ের সঙ্গে নানাবাড়ি পাথরাজে বেড়াতে যায়। বুধবার সে নানাবাড়ির পাশের একটি পুকুরে প্রতিবেশী শিশুদের সঙ্গে গোসল করতে যায়। সাঁতার না জানায় পুকুরে নামার পরে কখন সে পানির গভীরে তলিয়ে যায় তা অন্য শিশুরা টের পায়নি।
গোসল শেষে মেরাজ বাড়ি না ফেরায় নানাবাড়ির লোকজন তাকে খুঁজতে থাকে। একপর্যায়ে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বোদা থানার উপ-পরিদর্শক (এসআই) আতিয়ার রহমান বলেন, পুকুরে ডুবে শিশু মেরাজের মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যরা নিশ্চিত করেছে। আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বোদা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।