ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীর ধার থেকে বস্তাবন্দী এক কিশোরীকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা। উদ্ধার মাহফুজা খাতুন (১৪) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বাসিন্দা।
ঠাকুরগাঁওয়ের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মেয়েটির সঙ্গে কথা বলে জানা গেছে সে ঠাকুরগাঁওয়ে একটি মাদরাসায় পড়াশোনা করতো। তার ধারণা তার সাবেক স্বামী রাত তিনটায় তাকে ডেকে এনে অসৎ উদ্দেশ্যে এমন কাজ করেছে।
ওই কিশোরী এখন হাসপাতালে চিকিৎসাধীন। তার সঙ্গে বিস্তারিত কথা বললে আরও জানা যাবে।