গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে হায়দার আলী (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হায়দার ওই গ্রামের বাসিন্দা।
হরিরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজাহারুল ইসলাম প্রধান জাগো নিউজকে বলেন, সকালে আমন ক্ষেতে কাজ করতে যান কৃষক হায়দার আলী। হঠাৎ বজ্রপাত ঘটনাস্থলেই মারা যান তিনি।