27 C
Dhaka,BD
January 31, 2023
Uttorbongo
কুড়িগ্রাম রংপুর

ধরলা নদীতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

কুড়িগ্রামের ধরলা নদীতে গোসলে নেমে শুভ (১৫) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। বুধবার (১৭ আগস্ট) দুপরে ধরলা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

শুভ সদর উপজেলার ভোগ ডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী এলাকার তাজুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, স্কুল শেষে ধরলা নদীতে গোসল নামে তিন বন্ধু। তীব্র স্রোতে শুভ নদীতে ডুবে যায়। অপর দুই বন্ধু অনেক চেষ্টা করেও তাকে খুঁজে না পেয়ে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি। খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল এসে উদ্ধার কাজ শুরু করে। তবে এখন পর্যন্ত শুভকে উদ্ধার করা সম্ভব হয়নি।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, নিখোঁজ শুভকে উদ্ধারের ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা কাজ করছে।

Related posts

পঞ্চগড়ে প্রস্তুতি সভা পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে

admin

পচা আলু সড়কে ঢেলে অবস্থান ধর্মঘট

Asha Mony

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১০

Asha Mony