36 C
Dhaka,BD
June 6, 2023
Uttorbongo
দিনাজপুর রংপুর

দিনাজপুরে ৫০ জামাতে ঈদের নামাজ আদায়

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের ৬ উপজেলার প্রায় ৫০ জায়গায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ জুলাই) সকাল পৌনে ৮টায় দিনাজপুর শহরের চারুবাবুর মোড়ের পার্টি সেন্টারে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে শতাধিক মুসল্লি অংশ নেন। নামাজের ইমামতি করেন দিনাজপুর জেলার বিরল উপজেলার মহেশপুর ফ্যামিলি কেয়ার মহিলা মাদরাসার পরিচালক মাওলানা মো. আব্দুর রাজ্জাক।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন কমিটির সভাপতি মোকবুল হোসেন জাগো নিউজকে বলেন, এবার জেলার ১৩ থানায় প্রায় ৫০টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জামাতে প্রায় ২ শতাধিক মুসল্লি অংশ নিয়েছেন।

এবার দিনাজপুর সদরের নিউটাউন, ফুলতলা, কাচারির পেছনে ইসলামবাগ এলাকায় ঈদের জামাত হয়েছে।

একইসঙ্গে চিরিরবন্দর উপজলার রাবার ড্যাম এলাকা, কাহারোল উপজেলা জয়নন্দ গ্রাম, ১৩ মাইল এলাকা, বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়রা বাজার জামে মসজিদ, জোতবানী ইউনিয়নের খয়েরবাড়ি মির্জাপুর জামে মসজিদ এবং বিরল উপজেলার বালান্দোর ও ভাড়াডাঙ্গী এবং বোচাগঞ্জ উপজেলার তেতরা গ্রামে ঈদুল আজহার নামাজ আদায় হয়েছে।

দিনাজপুরে ২০০৭ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছেন মুসলমানদের একটি অংশ। প্রথমে মুসল্লির সংখ্যা কম থাকলেও প্রতিবছর তা বাড়ছে।

Related posts

ধার করা সন্তান দেখিয়ে মাতৃত্বকালীন ছুটিতে শিক্ষিকা

Asha Mony

পঞ্চগড়ে পানিতে ডুবে দুই নারীর মৃত্যু

Asha Mony

নিজ বাড়ি থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

Asha Mony