32 C
Dhaka,BD
May 28, 2023
Uttorbongo
দিনাজপুর রংপুর

দিনাজপুরে বৃষ্টির জন্য নামাজ আদায়

বৃষ্টিপাতের আশায় দিনাজপুরের বোচাগঞ্জে একসঙ্গে ইস্তিকার নামাজ আদায় করেছেন শত শত মুসল্লি। শনিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উপজেলার সেতাব-গঞ্জ পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজে ইমামতি করেন বোচাগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আবু তাহের সিদ্দিকী। একসঙ্গে এক হাজার ২০০ মানুষ নামাজে অংশ নেন।

এসময় পৌর মেয়র মো. আসলাম বলেন, সিলেটে বন্যা দেখা দিয়েছে। আবার উত্তরাঞ্চলে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি খরা দেখা দিয়েছে দিনাজপুরে। খাল-বিল এ সময়ে পানিতে পরিপূর্ণ থাকার কথা থাকলেও আজ শুকিয়ে যাচ্ছে।

ইস্তিস্কার নামাজ শুরুর পূর্বে মাওলানা আবু তাহের সিদ্দিকী বলেন, মানুষের সম্পদ নিয়ে ফেরত না দেওয়া, সুদ, ঘুষ, দুর্নীতি, অনাচার, অবিচার এবং সামাজিক অনিয়ম বেড়ে গেলে আল্লাহ পৃথিবীতে অনাবৃষ্টি ও অতিবৃষ্টি দিয়ে থাকেন। প্রিয় নবীর আমলেও বৃষ্টির জন্য নামাজ আদায় করা হয়েছিল। নামাজের পর দুই বার খুতবা ও দাঁড়িয়ে হাত উল্টো করে মোনাজাত করা হয়।

এদিকে দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলনে, দিনাজপুরে গত ৩ জুন বৃষ্টি হয়েছে। তারপর ১৫ জুন বিকেল ও রাতে দিনাজপুরে বৃষ্টি হয়েছে। যার পরিমাণ ১ দশমিক ৬ মিলিমিটার। গতকাল শুক্রবার দিনাজপুরে তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। আকাশে মেঘের ভেলা বেসে বেড়ালেও বৃষ্টির দেখা মিলছে না। এ জন্য আরও তিনদিন অপেক্ষা করতে হবে।

Related posts

ক্রসিংয়ে বার ফেলা হলো এক লাইনে, ট্রেন গেলো অন্য লাইন দিয়ে!

Asha Mony

কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো স্কুলছাত্রের

Asha Mony

বুড়িমারী স্থলবন্দরের ১৬ কর্মকর্তা-কর্মচারীকে একযোগে বদলি

Asha Mony