32 C
Dhaka,BD
May 28, 2023
Uttorbongo
ঠাকুরগাঁও রংপুর

থেমে থাকা এক ট্রাকে অপরটির ধাক্কা, সহকারী নিহত

ঠাকুরগাঁওয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় চালকের সহকারী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১২টার দিকে শহরের টার্মিনালেরর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম (২০) গোপালগঞ্জের মকসুদপুরের সিদ্দিক ফকিরের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, দিনাজপুর থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে দ্রুতগতীতে ছেড়ে আসে একটি ট্রাক। এ সময় শহরের টার্মিনালে পৌঁছালে দ্রুতগামী ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এগিয়ে এসে চালকের সহকারীকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।

Related posts

হিলি বন্দর দিয়ে বেড়েছে পেঁয়াজ আমদানি

Asha Mony

রংপুরে ডাম্পট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

Asha Mony

খড়ের মূল্যবৃদ্ধি, বিপাকে গাইবান্ধার খামারিরা

Asha Mony