33 C
Dhaka,BD
June 6, 2023
Uttorbongo
কুড়িগ্রাম রংপুর

তীর ঘেঁষে দৌড়ানোর সময় নদীতে পড়ে শিশু নিখোঁজ

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় তীর ঘেঁষে দৌড়ানোর সময় নদীতে পড়ে মোছা. ইতি খাতুন (১২) নামের এক শিশু নিখোঁজ হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার বুড়া-বুড়ি ইউনিয়নের ছয়ানী পাড়া গ্রামে ব্রহ্মপুত্রের শাখা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ ইতি ওই গ্রামের এরশাদ আলীর মেয়ে।

স্থানীয়রা জানান, বাড়ির পাশে নদী থাকায় প্রায় দিনই এখানকার বাচ্চারা বালু, কাঁদা নিয়ে খেলা করে। অনেকে নদীতে গোসলও করে। ইতি খাতুনও সোমবার বন্ধুদের সঙ্গে নদীর তীরে খেলতে যায়। তীর ঘেঁষে দৌড়াতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যায়। তার সঙ্গে আসা শিশুদের চিৎকারে স্থানীয়রা এসে খোঁজাখুঁজি তার সন্ধান পাননি। খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিস ও পুলিশের একটি দল উদ্ধার অভিযান শুরু করে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবীর জাগো নিউজকে বলেন, ব্রহ্মপুত্রের শাখা নদীতে পড়ে শিশুটি নিখোঁজ হয়। উলিপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দল যৌথভাবে উদ্ধারের কাজ চালাচ্ছে। এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি।

Related posts

খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

Asha Mony

বন্যার আশঙ্কা,তিস্তায় পানি বেড়েছে

admin

বিএনপি কার্যালয়ে কৃষি অফিসের সাইনবোর্ড

Asha Mony