কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডোবার পানিতে ডুবে আব্দুল্লাহ নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পানিমাছকুটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিশু আব্দুল্লাহ সদর ইউনিয়নের পানিমাছকুটি এলাকার শাহিন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আব্দুল্লাহ বাড়ির উঠানে একা খেল করছিল। খেলার কোনো একপর্যায়ে সে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায়। পরে স্বজনরা উঠানে শিশুটিকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করেন। খোঁজাখুঁজির এক একপর্যায়ে তাকে ডোবায় ভাসতে দেখা যায়। স্বজনরা তাকে উদ্ধার করে
ফুলবাড়ী হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান ডোবার ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।