32 C
Dhaka,BD
May 28, 2023
Uttorbongo
দিনাজপুর রংপুর

ট্রাকচাপায় প্রাণ গেলো বৃদ্ধার

দিনাজপুরের ঘোড়াঘাটে মালবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সালেহা বেগম (৬৭) নামের এক নারী গৃহকর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাক এবং ট্রাকের চালকসহ তার সহকারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ জুলাই) সকালের দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরাহীমপুর-গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালেহা বেগম উপজেলার সিংড়া ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের মৃত আব্দুল প্রামাণিকের স্ত্রী।

পরিবার ও পুলিশ সূত্র জানায়, রানীগঞ্জ গোহাটের পেছনে স্কুলশিক্ষক কালাম মিয়ার বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন সালেহা বেগম। প্রতিদিনের মতো শুক্রবার সকালেও নিজ বাড়ি গুচ্ছগ্রাম থেকে আঞ্চলিক মহাসড়ক দিয়ে কাজ করার জন্য যাচ্ছিলেন। এ সময় বিপরীত মুখ থেকে আসা মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, এ ঘটনায় ট্রাকসহ চালক ও তার সহকারীকে আটক করা হয়েচে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related posts

গরু বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো নারীর

Asha Mony

রংপুরে তেলপাম্প বন্ধ, গ্রাহকদের বিক্ষোভ

Asha Mony

জন্মাষ্টমী উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

Asha Mony