25 C
Dhaka,BD
May 28, 2023
Uttorbongo
কুড়িগ্রাম রংপুর

জানাজার নামাজে মৌমাছির হানা

কুড়িগ্রামের চিলমারীতে জানাজার নামাজ পড়ার সময় মৌমাছির কামড়ে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭ জনকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

শনিবার (২ জুলাই) দুপুরে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রানীগঞ্জ ইউনিয়নের কুঠির গ্রামের বাসিন্দা আব্দুল হানিফের ছেলে ফরহাদ হোসেন শুক্রবার (১ জুলাই) রাতে মারা যান। শনিবার (২ জুলাই) দুপুরে ফকিরের হাট ঈদগাহ মাঠে মৃত ব্যক্তির জানাজার সময় হঠাৎ একঝাঁক মৌমাছি আক্রমণ চালায়। এ সময় প্রায় ৫০ জনকে কামড়ে দেয় মৌমাছিগুলো। এদের মধ্যে ৭ জনকে আহত অবস্থায় উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জরুল ইসলাম মঞ্জু জানান, জানাজার সময় মৌমাছির কামড়ে সাত জন আহত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

Related posts

৪ মাসের ছুটি নিয়ে ৬ বছর ধরে প্রবাসে, শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

Asha Mony

ট্রাকচাপায় প্রাণ গেলো বৃদ্ধার

Asha Mony

‘জ্বালানি তেলের দাম নিয়ে জনগণকে সুড়সুড়ি দিচ্ছে বিএনপি-জামায়াত’

Asha Mony